ভোলায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল

 

মনজু ইসলাম।ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে তেতুলিয়া নদীর ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।রোববার (২২ মে) বিকালে ভাঙ্গন কবলিত ভেদুরিয়া এলাকা পরিদর্শনে আসেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান।এ সময় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ৫নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল, খলিলুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে তারা জানান, ভাঙ্গনের খবর পেয়ে আমরা পরিদর্শনে এসেছি, বিভিন্ন এলাকায় ভাঙ্গনের ভয়াবহতা দেখেছি।তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে খুব দ্রুত ভেদুরিয়া ইউনিয়নকে রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য ভাঙ্গনের মুখে রয়েছে ভেদুরিয়া লঞ্চঘাট, ব্যাংকেরহাট বাজার, মডেল মসজিদ, টেক্সটাইল ইনস্টিটিউট, ভোলা নর্থ গ্যাস কুপ সহ গুরুপ্তপূর্ন স্থপনা।

SHARE