ভোলায় ফণী দুর্গতদের মাঝে নেতার ছেলে বিপ্লব

মনজু ইসলাম/জামিল/আরিফঃ
ভোলায় ফণী দুর্গতদের পুর্নবাসনের জন্য ঢাকা থেকে সংক্ষিপ্ত সফরে ভোলায় এসেছেন নেতার ছেলে বিপ্লব। সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিয়মিত চেকাপের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দক্ষীণ দিঘলদী ইউনিয়নেই এবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফণীর আঘাতে। এই জন্যই নিজের এলাকার মানুষদের পুর্নবাসনের জন্য নিজের ছেলে বিপ্লবকে পাঠিয়েছেন তাদের ত্রাণের ব্যাবস্থা করার জন্য। বিপ্লব সকালে লঞ্চ থেকে নেমেই ছুটে যান দক্ষীণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। যেখানে এবারের ফনী দুর্যোগে নিহত হয়েছেন রাড়ী বাড়ির গৃহবধু। সেই বাড়িতে ছুটে গিয়ে বিপ্লব আবেগ আপ্লুত হয়ে পরেন। তার সরল প্রাণ কেঁদে উঠে। তাৎক্ষনিক নগদ টাকাসহ পুর্নবাসনের জন্য যা যা করার প্রয়োজন সবই করেছেন বিপ্লব। এবং পণীতে ক্ষতিগ্রস্তদের সকলকে তিনি নগদ অর্থ, টিন ত্রানের ব্যবস্থা করে দিয়েছেন ভোলা জেলা আওয়ামীলীগের তরুণ এই নির্ভরযোগ্য সাংঘঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলাপরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, প্রজন্মলীগের সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব তালুকদার, ছাত্রলীগের সদর উপজেলা সভাপতি হ্যাভেন সহ অঙ্গসংগঠনের নেতারা।

SHARE