ভোলায় জাগোনারী উদ্যোগে ক্ষুদ্র প্রকল্পের যাত্রা শুরু

ভোলা প্রতিনিধি#
বেসরকারী উন্নয়ন সংস্থা জা‌গোনারীর বাস্তবায়‌নে আর্ন্তজা‌তিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ এর সহ‌যোগীতায় ভোলা সদর উপ‌জেলায় বাস্তবায়ীত এ‌কিভূত দু‌র্যোগ ঝুঁ‌কি ব্যবস্থাপনা প্রক‌ল্পের উ‌দ্যে‌গে কা‌চিয়া, রাজাপুর এবং ভেদু‌রিয়া ইউ‌নিয়‌নে প্রথম পর্যা‌য়ে মোট ১৯টি ক্ষুদ্র প্রক‌ল্পের কাজ শুরু হ‌য়ে‌ছে। যার প্রাক্ক‌লিত ব্যয় ৩৭৫৮২৬০.৪৭ টাকা । ক্ষুদ্র প্রকল্পগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে ০৯টি টিউবও‌য়ে‌লের ভি‌ত্তি উঁচুকরন, ০৭টি রাস্তা পুন:‌নির্মান ও ০৩টি টয়‌লেট সংস্কার। ঠিকাদারী প্র‌তিষ্ঠান এমদাদ হো‌সেন এন্টারপ্রাইজ এর মাধ্য‌মে ক্ষুদ্র প্রকল্পগু‌লো বাস্তবায়িত হ‌চ্ছে।

উ‌দ্ভোদ্ধ‌নের প্রথম পর্যা‌য়ে কা‌চিয়া সাহামাদার মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সং‌যোগ সড়ক ও গভীর নলকূপ ভি‌ত্তি উঁচুকরন কাজ শুরু করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মীর আ‌মির হো‌সেন , জা‌গোনারী আই‌সি‌ডিআরএম প্রক‌ল্পের ব্যবস্থাপক হা‌বিবুর রহমান, টেক‌নিক্যাল অ‌ফিসার খা‌লেদ সাইফুল্যাহ, ইউ‌নিয়ন সমন্বয়কারী ম‌র্জিনা মাহমুদা , প্রকল্প বাস্তবায়ন ক‌মি‌টির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ।

SHARE