ভোলায় “পিএইচডি”র উদ্দ্যোগে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

 

 

 

আরিয়ান আরিফ /ভোলায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি) এর উদ্দ্যোগে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক( ভারপ্রাপ্ত) মামুন আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মাহমুদুর রহমান আজাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে মুল প্রবন্দ পাঠ করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি) এর বিভাগীয় স্বাস্থ্য সমন্বয়কারী মোঃ মোমেন খান।সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন ডাঃ ফারজানা খান জুটি, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, চরফ্যাশন উপজপলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বসাক,সিপিপির উপপরিচালক সাহবুদ্দিন মিয়া, চরফ্যসন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ফোরকান হোসেন, মুজিব নগর ইউপি চেয়ারম্যান
আবদুল ওয়াদুদ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগমউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান প্রমুখ, পিএইচডির আরবান এন্ড রুরাল স্বাস্থ্য সমন্বয়কারী রেজাউল করিম ভুইয়া প্রমুখ। এসময় ভোলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার বিভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে এবং দুর্যোগের সময় স্বাস্থ্য সেবা প্রান্তিক দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌছানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি মাথায় রেখে টেকশই ভাবে পরিকল্পনা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

SHARE