ভোলায় উজানের পানিতে মৎস্য খামার বিলীন অসহায় চাষি

 

 

মনজু ইসলাম

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জ পট্টি ১ নং ওয়ার্ড মো: আলাউদ্দিন খানের মাছের ঘের উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ঘেরে থাকা প্রচুর পরিমাণে সাদা মাছ ও পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাদিক টাকার ক্ষতি হয় মাছ চাষি আলাউদ্দিনের।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান, দীর্ঘ ৬ বছর ধরে ভেলুমিয়ার কুঞ্জ পট্টি এলাকায় বাড়ির পাশে থাকা আড়াই একর জমিতে মাছ চাষ করছি। গত বুধবার উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ঘেরে থাকা ৬ লক্ষাদিক টাকার মাছ উজানের পানিতে বিলীন হয়ে যায়।

তিনি আরো বলেন, বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছে, বর্তমানে এই অবস্থায় তার জীবন ব্যবস্থা বেহাল দশায় পরিনত হয়েছে। সরকারি ভাবে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উজান থেকে নেমে আসা পানিতে যেসকল মৎস্য খামারিরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা তৈরির কাজ চলছে।

SHARE