ভোলায় ইউএনও কথায় অবৈধ ড্রেজার ছেড়ে দিলেন কোষ্টগার্ড

 

বিশেষ প্রতিনিধি।।ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে নিয়মিত টহল দেয়ার সময় কোষ্টগার্ড কর্তৃক অবৈধ বালু কাটার ড্রেজার  আটক করা হয়।ড্রেজার আটক করে বোরহানউদ্দিনের ইউ এন ও সাইফুর রহমানের কাছে জানতে চাইলে ইউ এন ও বালুমহাল ইজারা হয়েছে বলে জানান। ইউ এন ও বেরহানউদ্দিনের ইজারার কথা শুনে আটক কৃত ড্রেজারটি ছেড়ে দিয়েছেন বলে ভোলা নিউজকে নিশ্চিত করছেন কোষ্টগার্ড দক্ষিনজোনের গোয়েন্দা কর্মকর্তা। এ ব্যপারে ইউএনও মোঃ সাইফুর রহমান ভোলা নিউজকে জানান কোষ্টগার্ডকে আমি বলেছি ভোলায় বালু মহাল ইজারা হয়েছে। আপনি  দেখেশুনে আটক করেন।আমি তাহাকে আটককৃত ড্রেজার ছেড়ে দিতে বলিনি। কোষ্টগার্ড গোয়েন্দা কর্মকর্তা বলেন, তাদের কাছে বালুমহাল ইজারার কোনো কাগজ পৌছেনি এরপর আমরা আবার অভিযান করে ধরলে ছাড়বোনা বলেও তিনি জানান। এদিকে তেতুলিয়া নদীতে আটককৃত  অবৈধ ড্রেজারটি ছেড়ে দিলে বিক্ষুব্দ হয়ে উঠেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

SHARE