ভোলায় আতংক, চলছে খেওয় আসছে মানুষ

আকতারুল ইসলাম, আকাশঃ ভোলায় নিয়মিত টাইম টেবলেই চলছে বরিশাল ভোলার খেওয়ার নৌকা। প্রতিদিন নিদৃষ্ট সময়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ছেড়ে এসে উলানিয়া ও রামদাসপুর হয়ে ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজারে নদীর ঘাটে ঘাট দেয়।

ছবিতে দেওয়া ট্রলারটি (খেয়াটি) দিয়ে বরিশাল থেকে প্রতিদিন শতশত লোক এ নৌপথে ভোলায় প্রবেশ করছে। এতে করে আতংকিত হয়ে পরেছে সাধারন মানুষ। এদিকে ভোলার ইলিশা ও বাপ্তায় পটুয়াখালী থেকে করোনা রুগী এসে ঘুরে যাওয়ায় এ আতংক ভোলার চারদিকে ছড়িয়ে পরেছে।

খেয়াটি রাজাপুর ইউনিয়ন সংলগ্ন জনতা বাজার নামক ঘাটে এসে ভিড়ে। সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে খেওয়াটি প্রতিদিন শতশত যাত্রী নিয়ে কিভাবে চলাচল করছে তা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। বিষয়টিতে ভোলার প্রশাসনের কর্তা ব্যাক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাধারন মানুষ।

“নিম্নে দেওয়া ছবিগুলো আজ সকালে তোলা”

SHARE