ভোলালালমোহনে পান দোকানে পাওয়া জাচ্ছে নাগরিকত্ব সনদ, 

ভোলালালমোহনে পান দোকানে পাওয়া জাচ্ছে নাগরিকত্ব সনদ,

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের নাগরিকদের “নাগরিকত্ব সনদ” মিলছে পরিষদ ভবনের সামনে রাস্তার উপর বসা পানের দোকানে।
নাম ঠিকানহীন শূণ্য সনদে চেয়ারম্যানের স্বাক্ষর করা ওই সনদে যে কেউ গেলেই তার ভাষ্যানুযায়ী নাম ঠিকানা বসিয়ে দিচ্ছেন পান দোকানী বশির। ফলে সহজেই যে কেউ পেয়ে যাচ্ছেন নাগরিকত্ব সনদ।
খালি সনদে চেয়ারম্যানের স্বাক্ষর কিভাবে এল? জানতে চাইলে পান দোকারী বশির বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর চেয়ারম্যানই দেয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, বিষয়টি আমার জানা নেই, যে দেয় তাকে জিজ্ঞেস করুন।
সূত্রে জানা যায়, এ ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব পান দোকান ছাড়াও ওই বাজারের খলিফাসহ আরও কয়েকটি স্থানে পাওয়া যায়। সবগুলোইতে আগে থেকেই চেয়ারম্যানের স্বাক্ষর করা থাকে।
উল্লেখ্য, মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা বিদেশ গমনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অসদুপায়ে নাগরিকত্ব সনদ সংগ্রহপূর্বক পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টায় লিপ্ত। প্রশাসনের হাতে এমন অসংখ্য রোহিঙ্গা ধরা পড়ার সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে। এরপরও কিভাবে একটি ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ এমন উন্মুক্ত ও শূণ্য সনদে স্বাক্ষর করে যার তার হাতে তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যানগণ? রোহিঙ্গাদের হাতে এ সনদ পৌঁছালে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করছেন সচেতন মহল।
(পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদে নাগরিকত্ব সনদে সিল মারছেন পান দোকানদার বশির)

SHARE