ভোলার হালিমা খাতুন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উত্তর ভোলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯জানুয়ারী সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন হালিমা খাতুন কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সচিব ও বিনিয়োগ বার্ডের
নির্বাহী চেয়ারম্যান এম মোকাম্মেল হকের ৮২তম জন্ম দিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক। কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মাধব চন্দ্র, নাজিউর রহমান কলেজ এর অধ্যক্ষ মাকছুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, কাচিয়া শাহামদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেলায়েত হোসেন, ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমরান হোসেন রনি, মুজাফর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার,ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবু সালেম বাচ্চুসহ হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী মোট সাতটি ইভেন্টে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া
প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা
পুরষ্কার তুলে দেন

SHARE