ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জনকে বহিষ্কার

 

মাসুদ রানা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আসন্ন ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।বহিষ্কৃতরা হলেন, মোঃ আল-আমীন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বড় মানিকা ইউনিয়ন শাখা) আনারস প্রতীক
, মো জসিম হাওলাদার, সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ টবগী ইউনিয়ন শাখা, বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ টবগী ইউনিয়ন শাখা, নুরুল আমিন নিরব মিয়া(সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কাচিয়া ইউনিয়ন শাখা), আসাদুজ্জামান বাবুল (সদস্য কার্যনিবার্হী কমিটি বোরহানউদ্দিন উপজেলা সাখা), কাজী মোঃ কামাল (এান সমাজ কল্যান সম্পাদক, বোরহানউদ্দিন উপজেলা সাখা), মানিক হাওলাদার (সহ সভাপতি হাসান নগর ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ হারুন অর রশিদ ( যুগ্ম সাধারণ সম্পাদক হাসান নগর ইউনিয়ন আওয়ামী লীগ)। মোঃ আলাউদ্দিন সর্দার (সহ সভাপতি আওয়ামী যুবলীগ বোরহানউদ্দিন উপজেলা সাখা)।বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম জানান, আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন করে এমন অভিযোগ পাওয়া গেলে তাদেরকেও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করা হবে।

SHARE