ভোলার বাজারে মাছ ও সবজি দাম অতিরিক্ত বৃদ্ধির অভিযোগ

ভোলা প্রতিনিধি #

ভোলা শহর সহ প্রায় বাজার গুলোতে মাছও সবজির দাম রাত রাতি অতিরিক্ত বৃদ্ধি অভিযোগ উঠে এসেছে। জানা যায় সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে মাছ ও তরকারি দাম। সকালে এক দাম বিকেলে আবার অন্য দামে বিক্রিয় করা হয়।

গত রাতে দেখা যায় এক কেজি পোয়ামাছ ৬০০ টাকা, চিৎড়ি মাছ ৭০০- ৮০০ টাকা, রুই মাছ ৪০০ টাকা,কাতাল মাছ ৪৫০ টাকা, সহ অন্য দাম মাছের দাম ও অতিরিক্ত ক্রয় ক্ষমতার বাহিরে। অন্যদিকে ইলিশের বাজার তো ভারতের বাজারে গিয়ে রেগে আছে, তবে এক হালি ৪০০০-৭০০০টাকা পর্যন্ত।

ভোলার সবজি বাজারেও পিয়াজের দাম তো সকলের জানা, দেশি ডিম বিক্রি হয় এক হালি ৫০ টাকা ও ফার্মের হালি ৪০ টাকা, ১ কেজি ধনেপাতা বিক্রয় হয় ২০০ টাকা, আলু ২০টাকা, মসুর ডাল বিক্রয় ১২০ টাকা

সাধারন মানুষ আশা করেন অতি তাড়াতাড়ি বাজার পরিদর্শনে নেমে মনিটরিং না করলে, ভয়াভহ রুপ ধারন করতে পারে।।

SHARE