ভোলার প্রতিটি ওয়ার্ডে যাবো মাদকের বিরুদ্ধে কথা বলতে – মোকতার হোসেন পিপিএম

ইয়ামিন হোসেনঃ
ভোলার প্রতিটি পাড়া মহল্লায় যাবো, ওয়ার্ডে ওয়ার্ডে যাবো মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দূর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে কথা বলতে সর্ব জায়গায় যাওয়ার কথা জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।

সোমবার বিকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যােগে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

এ সময় পুলিশ সুপার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে আর আমরা তার নির্দেশে কাজ করে যাচ্ছি।
ভোলা জেলা কে মাদকমুক্ত করার ঘোষনা দিয়েছি সেই লক্ষে কাজ করছি ভোলার ইতিহাসে এই দুবছরে মাদক উদ্ধার ও মামলায় রেকর্ড হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, যারা মাদক ছেড়ে আলোর পথে আসতে চায় তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে।
কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, পড়ানগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মীর বেলায়েত হোসেন, শাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, নাজিউর রহমান কলেজ এর অধ্যক্ষ মাকছুদুর রহমান, হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান, সদর থানার ওসি ছগির মিঞা, শিক্ষক নেতা আনোয়ার হোসেন শামিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আবদুল মালেক মেম্বার, প্রজন্মলীগের সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব, সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিনসহ কাচিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

SHARE