ভোলার দৌলতখানে মদনপুরে বেড়েছে চোরের উৎপাত আতঙ্কিত এলাকাবাসী।।

মিলি শিকদার ঃভোলার দৌলতখান উপজেলার মদনপুর ৭ নং ওয়ার্ডের চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে। মঙ্গলবার (৮নভেম্বর ) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে নাসির চৌকিদারের বাড়িতে। এসময় ২ ভরি স্বর্ণের গহনা, নগদ টাকাসহ বসত ঘরের মূল্যবান সামগ্রী, গরু,ছাগল,হাঁস নিয়ে যায় চোরেরা।নাসির চকিদার জানান, আমার বাবা অসুস্থ থাকার কারণে আমার বোন জয়নাব বিবিকে আমার বসত ঘরে রেখে আমি ভোলা সদরে আমার বাবাকে দেখতে যাই।আমার বোনকে জিম্মি করে বাচ্চু, মিজান, মিরাজ, জামাল মাঝি, সালেম গত মঙ্গলবার মধ্যরাতে আমার ঘরের জানালা কেটে ঘরের ভিতর ঢুকে চোরেরা। এসময় ২ ভরি স্বর্ণের গহনা, নগদ টাকাসহ বসত ঘরের মূল্যবান সামগ্রী,গরু, ছাগল, হাঁস চুরি করে নিয়ে যায়। মদন পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর মাল জানান, একের পর এক চুরির ঘটনায় আমরা আতংকে আছি। কখন জানি আমাদের বাসায় চুরি হয়। এ চোরদের এখনই দমন করতে না পারলে চুরির ঘটনা আরও বাড়বে। এ বিষয়ে মদনপুর ৭নং ওয়ার্ডের মেম্বার হেলাল জানান আমার এই ওয়ার্ডে এমন কোন ঘটনা আমি শুনিনি, চুরির ঘটনাটি আমাকে কেউ অবগত করেনি। দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল রকম অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। রাতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE