ভোলার ছেলে পুলিশ সদস্যের করোনা নিয়ে ভিন্নধর্মী সচেতনতামূলক পোস্ট

মোঃ ইমরান হুসাইন মুন্নাঃ-

প্রায় সব দেশেই পুলিশকে পেটোয়া বাহিনীর ভূমিকায় দেখা যায়। তবে করোনার সংকটকালে ভিন্ন পুলিশকেই দেখছে বিশ্ব। করোনাকালে বাংলাদেশে চিকিৎসকদের পরই সম্মুখযুদ্ধে (ফ্রন্টলাইন) পুলিশ। সেই পুলিশ বাহিনী-ই আজ মহামারি এই ক্লান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে। নাই তাদের ছুটিও।

প্রতিদিন এই সংক্রমণ ঠেকাতে শুধু লাঠি হাতেই নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে, কখনও কখনও পলায়নকৃত করোনা রোগীকে ধরে আনা, করোনা আক্রান্তের বাসা, ভবন ও এলাকা লকডাউন করা, ত্রাণ বিতরণসহ নানা কাজে জড়িয়েছে পুলিশ। এছাড়াও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন এই পুলিশ বাহিনী। তেমনি মিরপুর পুলিশ লাইনের পারভেজ নামের এক পুলিশ সদস্য করোনা সম্পর্কের সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নধর্মী এক সচেতনতামূলক পোস্ট দিয়েছেন। তার পোস্টে দেখা যায়, করোনা সচেতনতামূলক সাদা কাগজে কয়েকটি আলাদা আলাদা লেখা নিয়ে তা তার নিজ ফেইসবুকে পোস্ট করেছেন।

এই লেখাগুলো হচ্ছে, কোভিড-১৯, করোনা মনে রাখুন কথাগুলো নজরে রাখুন. ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজে বাচুঁন অন্যকে বাচাঁন। প্রচারেঃ বাংলাদেশ পুলিশ।

অন্যটিতে রয়েছে, তুমি বাঁচলে বাঁচবে দেশ, ঘরে থাকো এটাই বেশ। বাসায় থাকুন, ভালো থাকুন। অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। ঠিক আরো কয়েকটিতে এমন সুন্দর সুন্দর লেখা দিয়ে সাজিয়ে নিজের ফেইসবুকে পোস্ট করেন এ পুলিশ সদস্য।

উল্লেখ্য, পারভেজ ২০১৫ তম ব্যাচের বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। বর্তমানে পিওএম, ডিএমপি মিরপুর পুলিশ লাইন্সে কর্মরত। তার গ্রামের বাড়ী ভোলা জেলার সদর থানার পূর্ব ইলিশা জংসন ৪ নং ওয়ার্ডে।

SHARE