ভোলার চরাঞ্চলেও প্রযুক্তির সুফল পৌঁছে দিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।।

বিশেষ প্রতিনিধি, ভোলা নিউজঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। পুলিশ সুপার হিসেবে ভোলায় যোগদানের পরেই মাদক নিয়ন্ত্রন, জলদস্যু দমন ও হত্যা ধর্ষনের মত অপরাধ দমনের চ্যলেঞ্জে কাজ শুরু করেন। মাদক নিয়ন্ত্রনে রাখতে পারলেও কয়েকটি ক্লু বিহীন চাঞ্চল্যকর হত্যর ঘটনায় প্রথমে বিব্রত হলেও হাল ছাড়েননি এই দক্ষ পুলিশ অফিসার। চরফ্যাশনের কুকরিমুকরি থেকে শুরু করে মনপুরার ঢাল চর জহিরুদ্ধিনসহ বিচ্ছিন্ন দূর্গম অঞ্চলে সোর্স নিয়গের মাধ্যমে ক্লুবিহীন হত্যা রহস্য উৎঘাটনের সাথে জলদস্যু নিয়ন্ত্রনে শতভাগ সফলতা অর্জন করেন খুবই অল্প সময়ে। শহরাঞ্চলের সকল প্রকার ক্রাইম নিয়ে আসেন প্রায় শুন্যের কোঠায়। হ-য-ব-র-ল ট্রাফিক ব্যাবস্থায় কার্যকরী পদক্ষেপ নিয়ে শহরের অপরিকল্পিত চিপা রাস্তার যানজট ও নিয়ন্ত্রণে নিয়ে আসেন সুচারুরুপে। সাইবার ক্রাইম ইউনিটকে কার্যকর করে একটি প্রযুক্তি নির্ভর কার্যকরি পুলিশিং সেবা চালু করে ভোলাকে একটি নিরাপদ আবাসস্থলে পরিনত করেন এই দক্ষ পুলিশ সুপার। পুরো জেলার যোগাযোগহীন দুর্গম সকল নদী খাল বেষ্টিত চরাঞ্চল গুলোকে একটি ল্যাপটপের মধ্যে নিয়ে এসে এক ক্লিকেই সকল সেবা স্বল্প সময়ে পৌঁছে দেয়ার সক্ষমতা তৈরি করে প্রাকৃতিক দুর্যোগ কবলিত ভোলাকে একটি শক্তিশালী এন্টি ক্রাইমজোনে পরিনত করে ভয় ও চিন্তামুক্ত ভোলা তৈরির সফলতার দারপ্রান্তে নিয়ে আসেন এই আল্ট্রা ল্যাপটপ পুলিশ সুপার সাইফুল ইসলাম। তারই ধারাবাহিকতায় গত কাল ২০ জানুয়ারি ছুটে যান দূর্গম মনপুরায়। সেখানে গিয়ে প্রযুত্তির ব্যাবহার করে ডিজিটাল চোরদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে তা ফিরিয়ে দেন অসহায় প্রকৃত মালিকদের কাছে। এসময় তিনি অফিসার ইনচার্জ মনপুরাকে সাথে নিয়ে জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় ০৩ টি হারিয়ে ও চুরি হওয়া স্মার্ট ফোন ও ০১ টি বাটন ফোন উদ্ধার ও বিকাশে প্রতারিত হওয়া ২২,০০০ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেনন।ফোনের প্রকৃত মালিকরাও হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে এবং প্রতারকের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও মনপুরা থানার ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই ভাবে কয়েদিন আগে তিনি দৌলতখান থানায়ও আয়োজনের মধ্য দিয়ে চুরি হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে ভোলাবাসিকে নিরাপদে বসবাসের নিশ্চয়তা প্রদান করেন। পুলিসুপার যখন সফলতার সর্বোচ্ছ সিখরে তখনি ফের তার সামনে চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় ভোলার রাস্তায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় নিয়মিত হত্যার ঘটনা। লাইসেন্স বিহীন বোরাক ও আদক্ষ চালকের নসিমন করিমনেরমত অবৈধ অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ এখন আবার নতুন করে চ্যালঞ্জ দেখা দিয়েছে এই দক্ষ ও সফল পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর সামনে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE