ভোলার-কলঘাট সড়ক যেনো মৃত্যু ফাঁদ।।

এম. ইমরান হোসাইন !! শহরের অত্যন্ত নিকটতম গুরুত্বপূর্ণ এ সড়কের প্রয়োজনীয়তা দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে ততই তার উন্নয়ন দিন দিন হ্রাস পাচ্ছে। গত বর্ষার আগে মেরামতের ফলে মাত্র ৩ দিন মানুষ চলাচল করতে পেরেছে। বর্তমানে বাপ্তা বাসষ্ট্যান্ড থেকে কলঘাট পর্যন্ত লাগাতার ভাঙা। পুরো রাস্তা জুড়ে ৩/৪ ফুট গর্ত এবং জমানো পানিতে অনেক সময় গাড়ি চালকরা দিশেহারা হয়ে পড়ছে। বালির ট্রাকের জন্য কোন বছরই সড়কটি মানুষ ১ সপ্তাহের জন্য ভালোভাবে চলাচল করতে পারে না। অনেকের দাবী তাদের এলাকার কোন অভিভাবক নেই। যারা আছে তারা উন্নয়নের জন্য নয়। ভোট চুরির জন্য। রোগীদের নিয়ে বিকল্প সড়ক ব্যবহারে গুনতে হচ্ছে বহুগুণ টাকা। অপরদিকে বহু শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে। এমতাবস্থায় ভোলা পৌরসভা, বাপ্তা সহ পশ্চিম ইলিশার কয়েক হাজার মানুষের একটাই প্রাণের দাবী অতিসত্বর সড়কের মেরামত করে এ অভিশাপ থেকে মুক্ত করা হোক।

SHARE