ভোলাতে সামাজিক দুরত্ব না মেনেই চলছে পন্য বেচা কেনা

তাইফুর সরোয়ার-

ভোলাতে সামাজিক দুরত্ব না মেনেই পন্য বেচা কেনা করছেন ক্রেতা বিক্রেতারা। আজ সকাল ১০ ঘটিকায় ভোলা কাঁচা বাজার, চক বাজার ও নতুন বাজার এলাকা ঘুরে এই চিত্র লক্ষ্য করা গেছে। বাজারের বেশির ভাগ মুদি ও সবজি দোকানেই দেখা গেছে উপচে পরা ভিড়। সামাজিক দুরত্ব পরের কথা, ক্রেতারা একে অন্যের গা ঘেসে দাঁড়িয়ে পন্য ক্রয় করছেন। কিছু দোকানের সামনে ক্রেতাদের দাঁড়ানোর জন্য তিন ফুট দুরত্বে সাদা বৃত্ত চিহ্ন দেয়া থাকলেও বেশির ভাগ ক্রেতা সেই নির্দেশনা মানছেন না। দুরত্ব না মানার কারণ জিজ্ঞাসা করতে অনেকে জানান, “দোকনে অনেক ভীড় থাকায় দূর থেকে কোন পন্যের কথা বললে দোকানদার গুরুত্ব দেয় না। তাই কাছে এসে পন্য কিনছি”।

উল্লেখ্য আজ পর্যন্ত সারা বাংলাদেশে করনায় আক্রান্ত রোগির সংখ্যা ২১৮ জন এবং মৃতের সংখ্যা ২০ জন। করনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম করণীয় হিসেবে সামাজিক দুরত্ব মেনে চলতে এখন থেকে সকলে সচেষ্ট না হলে দ্বীপ জেলা ভোলাতেও ঘটতে পারে বড় কোন অঘটন।

SHARE