ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে রমিজ রাজার ‘অন্যরকম’ প্রস্তাব

অনলাইন ডেস্ক।। ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় এই দুই দল। এরপর গেল ৯ বছরেও আর হয়নি ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। সহসা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা ভারত-পাকিস্তানের নিয়মিত সিরিজ আয়োজনে মরিয়া হয়ে উঠেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকে তিনি আইসিসিসি ও এসিসি’র ইভেন্ট ও এফটিপি’র বাইরে গিয়ে ভারত-পাকিস্তানসহ চারটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিবেন। তাহলে বাকি দুটি দল কারা হবে? রমিজ রাজাদের পছন্দের তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারত-পাকিস্তান যাতে নিয়মিত মুখোমুখি হবে পারে সেজন্য চারটি দল নিয়ে তিনি নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষে। এখন দেখার বিষয় আইসিসি তার এমন প্রস্তাবে কেমন সাড়া দেয়।
ভোলা নিউজ / টিপু সুলতান।।
SHARE