বোরহানউদ্দিন উপশহর কুঞ্জেরহাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

 

 

মাসুদ রানা প্রতিনিধি: ভোলা জেলা দক্ষিণ।আজ সোমবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো:রাসেলুর রহমান বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে কাচিয়া ইউনিয়নের সকল অন্যায় জুয়া জ্বীন,ইয়াবা,নারিনির্য়াতন কিশোর গ্যাং নির্মূল করার জন্য প্রত্যকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হবে। ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। উক্ত বিট পুলিশিং এর সভাপতি মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ্ বলেন, কাচিয়া ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি , কিছুদিনের ভিতরেই কাচিয়া ইউনিয়ন থেকে সকল ধরনের অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ । উক্ত অনুষ্ঠানে ০৪নং কাচিয়া ইউনিয়নের জনতার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী, টবগী ইউনিয়নের সাধারন সম্পাদক,মো: বেলায়েত হোসেন বোরহানউদ্দিন উপজেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো:জুলফিকার আলী তুহিন হাওলাদার আওমীলীগ প্রমুখসহ, উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য গ্রাম পুলিশ সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।

SHARE