বনদস্যু ও স্থানীয় চোরা কারবারিদের দখলে মনপুরার বন বিভাগ

সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ-

ভোলা জেলার অহংকার মনপুরা দ্বীপ। ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে দ্বীপটির খ্যাতি রয়েছে সারা বিশ্বে। সাম্প্রতিক সময়ে বনদস্যুদের উৎপাতে মনপুরা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, নদী ভাঙ্গন ও পরিবেশ ধ্বংসের মুখে।

স্থানীয় ভূমি দখলকারী ও ক্ষমতাশীল দলের লোকজন রাতের আঁধারে উজাড় করছে সবুজের লীলাভূমি মনপুরার বনায়ন। নষ্ট করছে জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। একদিকে সরকারি বৃক্ষনিধন করে হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা লাখ লাখ টাকা। অন্যদিকে উজাড় হওয়া বনভূমি দখল করে সেগুলো বিক্রি করেও হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সাকুচিয়া বিট কর্মকর্তা-কর্মচারিরা গেজেটভুক্ত সংরক্ষিত বনে টহলে বের হলে এসুযোগে দলবদ্ধ বনদস্যুরা গাছ কেটে নিয়ে যান।

এ কাজে স্থানীয় একজন বাধা দিতে গেলে উল্টো হুমকি ধামকি দিতে শুরু করে, এ ব্যাপারে মোবাইল ফোনে বিট অফিসার মোবারক মিয়ার সাথে কথা বলে জানা যায় তিনি বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করে দেখে গাছের গোড়া আছে গাছ নেই, স্থানীয়রা জানান, শুধু আজ একদিন নয় এভাবেই বছরের পর বছর চলছে মনপুরার বনবিভাগ ধ্বংস লীলা।

বনবিভাগ কিংবা প্রশাসন যেন তাদের কাছে অসহায়। তাদের অভিযোগ দলীয় প্রভাবশালী ও বন-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চলাচ্ছে একাজ। দু’একটি জিডি কিংবা মামলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

SHARE