বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় পুরুষাঙ্গ কর্তনে যুবকেরের মৃত্যু; আটক-২।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা কালে এরশাদুল ইসলাম(৩৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মিনতি (২৫)নামের ওই গৃহবধূ। এঘটনায় ওই যুবকের মৃত্যু হলে রাতেই শিবগঞ্জ থানা পুলিশ গৃহবধূ ও তার ভাসুর রহিমকে আটক করে। ০৬ ফেব্রুয়ারি(সোমবার) সন্ধ্যা অানুৃমানিক ৭ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাদরগাছী গ্রামের মৃত হারেজের ছেলে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় সুকৌশলে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ মিনতি উপায় না পেয়ে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে ফেলে। এসময় এরশাদুলের ডাক চিৎকারে এলাকার লোকজন তাকে আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এরশাদুলের মৃত্যু হয়। এই ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে রাতেই গৃহবধূ মিনতিকে আটক করেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত মিনতি বেগম উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের মোঃরুবেল হোসেনে স্ত্রী। এ ঘটনার নিহত এরশাদুল ইসলাম একই গ্রামের পাশের বাড়ির মৃত হারেজের ছেলে। স্হানীয় সূত্রে জানা গেছে, উপজপলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মিনতি বেগমকে একই গ্রামের এরশাদুল ইসলাম মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো।কিন্তু ওই গৃহবধূ তার কথায় রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করতে থাকে। এর একপর্যায়ে সোমবার,সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করায় এরশাদুল বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কু–প্রস্তাব দেয়।গৃহবধূ তার হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে,ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে কর্তন করে। আহত এরশাদুলের ডাক চিৎকার করলে স্হানীয় লোকজন আহত অবস্হায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠায়। সেখানেই তার মৃত্যু হয়। আরো জানা যায়, গত বছর এরশাদুল ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে কোটে এরশাদুলের বিরুদ্ধে মামলা চলমান আছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মনজুরুল আলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, রাতেই ওই গৃহবধূ ও তার ভাসুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE