তালাবদ্ধ ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিট

নুরউদ্দিন আল মাসুদঃ

ভয়ানক নভেল করোনা ভাইরাসের সংক্রমণের আতংকে যেখানে মানুষ প্রায় হতাশা, যেখানে ১৮৩ টির ও বেশি দেশের মানুষ এ সংক্রমনের শিকার, মৃতের সংখ্যা যেখনে দিন দিন বেড়েই চলছে, সেখানে ভোলা সদর হাসপাতাল প্রায় ঘুমন্ত। বন্ধ হয়ে আছে ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিট। তালাবদ্ধ করোনা ইউনিট। এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডঃ রতন কুমার ডালি কে মুঠো ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন” এটার সম্পূর্ণ দায়িত্ব ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক জনাব তৈয়ুবুর রহমানের ওপর। কাজেই তিনি(ডঃ তৈয়ুবুর রহমান)এটা ভালো জানেন। জনাব তৈয়ুবুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে তিনি বলেন” ভোলা সদর হাসপাতালে এ পর্যন্ত করনো ভাইরাসে আক্রান্ত কোন রুগী পাওয়া যায় নি।যদি কোন রুগী পাওয়া যায় তখন আমরা খুলব। বিদেশ ফেরত আক্রান্ত রুগীরা কোথায় থাকবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন ” তারা ১৪ দিন নিজ বাসায় অর্থাৎ হোম কোয়ারেন্টিনে থাকবে।ভোলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খুললেও করোনা আক্রান্ত রুগী সনাক্ত করার মেশিন এখন পর্যন্ত পৌছেনি বলে জানিয়েছেন ডঃতৈয়ুবুর রহমান। তবে বিদেশ ফেরত ব্যক্তিরা বাসায় কিভাবে নিজের চিকিৎসা করবেন তা এখনো প্রশ্নবিদ্ধ।অপরদিকে স্থানীয়রা বলেন ” ভোলা সদর হাসপাতালে আইসোলেসন ইউনিট বা করোনা ইউনিট খুললে ও নেই কর্তব্যরত ডাক্তার, নার্স।তালাবদ্ধ করোনা ইউনিট।তাদের দাবি জরুরী ওয়ার্ডের মত যেন করোনা ইউনিট ২৪ ঘন্টা খোলা থাকে।তাই তারা সুচিকিৎসা পেতে স্বাস্হমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছেন।

SHARE