চরফ্যাশনে স্বামী এবং শাশুড়ি নির্যাতনে পুত্র বধুর রহস্যজনক মৃত্যু।।

(নাজিম উদ্দীন চরফ্যাশন প্রতিনিধি)
ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় স্বামী ও স্কুল শিক্ষিকা শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে ইয়াসমিন (২৪) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন।

রোববার( ২৯ জানুয়ারী) দুপুরে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের নজর আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ঢাকা গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকার আবুল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই বছর আগে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ৩১ নং উত্তর শশীভূষণ সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষিকা নাজমার বেগমের ছেলে নাঈম (২৮) এর সাথে ইয়াসমিন বেগমের বিয়ে হয়।বিয়ের পরে (নাইম- ইয়াসমিন দম্পতির)ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।কন্যা সন্তান কেন জন্মগ্রহণ করলো এমন মানসিক যন্ত্রণা পাশাপাশি মাদক সেবন করার জন্য যৌতুকের টাকা এনে দিতে প্রতিনিয়ত মাদক আসক্ত স্বামী নাঈম, ইয়াসমিনকে মানসিক নির্যাতন ও বেধড়ক মারধর করতেন।ইয়াসমিন বেগম যখন বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে পুনরায় রোববার সকালে স্বামী নাঈম ও শাশুড়ি স্কুল শিক্ষিকা নাজমা বেগম পুত্রবধূ ইয়াসমিন কে গালমন্দ এবং বেদম প্রহার করেন।

প্রতিবেশিরা জানান বিভিন্ন ধরনের অপবাদ ও নির্যাতনের একপর্যায়ে ইয়াসমিনকে তালাক দিয়ে শ্বাশুড়ি তার ছেলেকে তৃতীয় বিয়ে করাবে বলে হুমকি দেন ,ক্ষোভে দুঃখে ওইদিনই ইয়াসমিন বেগম বিষপান করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত স্বামী নাঈম ও শাশুড়ী নাজমা বেগম ঘটনার পর আত্মগোপন থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান মৃত ইয়াছমিনের লাশ পোস্ট মর্ডাম এর জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় শশীভূষণ থানায় কোন মামলা হয়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE