গোপালগঞ্জে ইউএনও অফিসে হামলা ভাঙচুর।

বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হামলা চালিয়েছে পরাজিত চেয়ারম্যান এবং বিজয়ী ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় তারা সম্মেলন কক্ষের চেয়ার-টেবিল-গ্লাস ও জানালা দরজা ভাঙচুর করে। রোবাবার সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৩ টি ভোট কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণাকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,ফলাফল ঘোষণার সময় রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহামুদ হোসেন দিপুর এক সমর্থক একটি কেন্দ্রের ফলাফল হাতে নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন,আপনার ফলাফল ঘোষণার সঙ্গে একটি কেন্দ্রের ফলাফলের কোন মিল নেই। আপনি ফলাফল নিয়ে চরম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করছেন। এ সময় একই অভিযোগ করেন বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী নিতিশের সমর্থকরা। এ নিয়ে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা হামলা চালিয়ে সম্মেলন কক্ষের জানালা-দরজা-চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় নিবাচর্নী ফলাফল ঘোষনা শুরু হয়। ক্ষতিগ্রস্তরা জানান,হামলাকারীরা সরকার দলীয় লোক।

SHARE