কে এই বিতর্কিত রেফারি মার্চিনিয়াগ?

স্পোর্টস নিউজ।।পোল্যান্ডের রেফারি। যে পোল্যান্ডর মধ্যমে ফ্রান্স গোপনে উক্রেনে অস্ত্র পাঠায় রাশিয়ার বিরুদ্ধে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ইমানয়েল মেক্রোর গোপন নির্দেশেই তিনি ম্যাচের প্রথম দিকে মেসির ভংকর যাদু দেখে বিমোহিত থাকলেও ৫০ মিনিট পর থেকে বিতর্কত বাশি বাজানো শুরু করেন। কয়েকবার মেসিকে ফাউল করা হলেও কোন কার্ডতো দূরের কথা ফাউলের বাশি ই বাজাননি এই বিতর্কিত রেফরি। খেলার ৬৪ মিনিটে ফ্রান্সের ডি বক্সের মধ্যে হান্ডবল হলেও সেটা প্লান্টি দেননি এই বিতর্কিত ম্যান। পক্ষান্তরে আতিরিক্ত সময়ের শেষ টাইমে আর্জেন্টিনার ডি-বক্সের মধ্যে অনিচ্ছাকৃত কনুইতে লাগার জন্য সর্বকালের সেরা বিতর্কিত বাশি বাজান তিনি। বারাবার মেসিরা টিভি রিফলে দেখতে বললেও তিনি তা করেননি। এখানেই শেষ নয়। অতিরিক্তি টাইমের অতিরিক্ত ৩ মিনিট শেষ হবার পরেও বাশি না বাজিয়ে দেড় মিনিট খেলা চালিয়ে যান এই বিতর্কিত রেফরি। ওর এই বাশি বাজানো দেখে মনে হচ্ছিলো ৯০ এর ম্যারাডোনার মত মেসিকেও বিদায় করবে খালি হাতে। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে? এ্যামিলিয়ানো মার্টিনেজ ট্রাইবেকারে তাই সত্যি প্রমান করে দিলেন মেসি’র মহাকাব্য রচনার দিনে।আল্লাহ নিরহংকারী বিনয়ী সভ্য মেসিকে সর্বকালের সেরা বানাবেন আর তার ফাইনাল একটি মহাকাব্য হবেনা তা কি হয়? আর এই মহাকাব্যে একজন খলনায়ক থাকবেনা তা কি সম্ভব? তাইতো পোল্যান্ডের মার্চিনায়েগ কে ই খলনায়ক বানিয়ে মহাকাব্যের ইতি টেনেছেন পৃথিবীর ফুটবল প্রেমিদের বিজয়ের মাধ্যমে।

ভোলা নিউজ /টিপু সুলতান

SHARE