কথা রেখেছেন এসপি সরকার মোহাম্মদ কায়সার

 

 

ষ্টাপ রিপোর্টার।।  ২ বছর আগে ভোলায় যোগদান করেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে সরকার মোহাম্মদ কায়সার দৃঢ়চিত্তে বলেছিলেন, আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতেই ভোলায় এসেছি। এই ছোট্ট্র কথাটির গুরুত্ব সেই দিন সবাই না বুঝলেও কয়েক দিনের ব্যাবধানে বুঝতে শুরু করেছেন ভোলার মানুষ। কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনায় ক্লু বের করে খুনিদের গ্রেফতার, ধর্ষকদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ, মিথ্যা মামলার হাত থেকে ভোলার মানুষদের রক্ষা সর্বোপরি ভোলার পুলিশের ভেঙ্গে পড়া চেইন অব কমান্ড ফিরিয়ে এনে আস্থার জানান দেন এই সাহসী পুলিশ সুপার। মামলা তদন্তে তিনি ভোলার মানুষের আস্থার প্রতীক হয়ে দাড়ান। লোক দেখানো গতানুগতিক মাদক উদ্ধার অভিযান থেকে বের হয়ে কার্যকরি মাদক বিরোধী ক্যাম্পেইন এর মাধ্যমে জেলাকে মাদক মুক্ত করার প্রানপন চেষ্টা চালিয়েছেন এই আদর্শ পুলিশ অফিসার। দালাল ও বিতর্কিত লোকদের তাড়িয়ে ভোলার সকল মানুষের জন্যই পুলিশ সুপারের অফিসের দরজা খুলে দেন এই নিরহংকার মানুষটি। গোপনে ভোলার অসহায় ফরিয়াদিদের খবর নিতেন তিনি। মহামারিতে দেশ যখন চরম অনিশ্চয়তার মধ্যে তখনও তিনি সামনে দাড়িয়ে চিকিৎসা সেবা বঞ্চিত ভোলার মানুষের সাহস জুগিয়েছেন এই অকুতোভয়ী বীর। প্রশাসনের করোনা আক্রান্ত সকলকে ঢাকায় পাঠিয়ে চরম অসহায় মুহূর্তে পাশে দাড়িয়েছেন এই মানবিক পুলিশ সুপার। মানুবিকতার ছাপ রেখেছেন প্রতিটি তার প্রতিটি পদক্ষেপে। আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতেও কালবিলম্ব করেননি এই দৃঢ়চেতা মানুষটি। সব মিলিয়ে প্রমান করে রেখে গেছেন একজন পুলিশ সুপার চাইলেই সকল প্রতিকূলতার মধ্যেও তার জেলার মানুষকে ভালো রাখতে পারে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আর তার বাস্তবিক প্রমান ভোলার সফল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

SHARE