এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ১০ই মে

  1. মোঃ আশরাফুল আলমঃ
    করোনা পরিস্হিতির কারণে এ বছর এস এস সি ফল প্রকাশে কিছুটা বিলম্ব হলেও আগামী ১০ মে সম্ভাব্য তারিখ রেখে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন অনলাইনে ভিডিও কনফারেন্সে বৈঠক করার কথা রয়েছে।
    জানা গেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল তৈরির কাজ প্রায় শেষ হলেও মাদরাসা শিক্ষা বোর্ড কিছুটা পিছিয়ে রয়েছে।
    পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের প্রচলিত রীতি অনুযায়ী বিগত ১০ বছর জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিনের এ রীতির ব্যত্যয় ঘটবে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
SHARE