আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর বিশ্বকাপ শেষ

আন্তর্জাতিক ডেস্ক: ভোলানিউজ.কম,

বিশ্বকাপ শুরু আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দল ঘোষণার ২৪ ঘন্টার মাথায় ভক্তদের এমন দুঃসংবাদ দিতে হলো আর্জেন্টিনাকে। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ গোলকিপার সার্জিও রোমেরো। নিজেদের অফিসিয়াল মাধ্যমে রোমেরোর ছিটকে যাওয়ার তথ্যটি জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপের এবারের পুরো আসরই মিস করবেন আর্জেন্টিনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই জনপ্রিয় গোলরক্ষক সার্জিও রোমেরো। আর তার পরিবর্তে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী নিহুয়েল গুজম্যান।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবারই সার্জিও রোমরেোর ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। যার কারণে কিছূদিনের মধ্যেই সার্জারি করতে হবে এই তারকাকে।

গুজম্যানসহ আর্জেন্টিনার ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক : নিহুয়েল গুজম্যান, ফ্রাঙ্কো আরমানি, উইলি ক্যাবালেরো।

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মার্কাদো, ক্রস্টিয়ান আনসালদি, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফাজিও, মার্কস রোহো, নিকোলাস তালিয়াফিকো, মার্কস অ্যাকুনা, এডুয়ার্ডো সালভিও।

মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, এঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি মেজা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, ক্রিশ্চিয়ান প্যাভন, পাউলো দিবালা।

(আল-আমিন এম তাওহীদ, ২৩মে-২০১৮ইং)

SHARE