আকাশ নীল কেন?

ডেস্ক: বিজ্ঞান,

আকাশের রঙ বেগুনী না হয়ে নীল হল কেন? এমন প্রশ্ন হয়তো অনেকেরই মনে আছে। কিন্তু কি কারণে আকাশের রঙ নীল হলো? নীল আলোর চেয়ে বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাই আকাশ বেগুনী হওয়ার কথা। কিন্তু কি কারণে আমরা আকাশকে নীল দেখতে পাই?

পৃথিবীর আছে বায়ুমন্ডল  বায়ুমন্ডলের বিশেষ এক স্তরে সূর্যের নীল রঙ ছড়িয়ে পড়ে। আমরা জানি, সূর্যের সাদা আলো সাতটি রঙের আলোর মিশ্রণে সৃষ্টি। এগুলো হলো বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল।

সূর্যের ওই বিশেষ স্তরে সূর্যের সাদা আলো ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে নীল আলো বিচ্ছুরিত হয়। ওই এলাকাকে তাই পৃথিবীতে বসে নীল দেখায়। তাই আমরা ভাবি আকাশ নীল।

পৃথিবীর বাইরে মহাশূন্য থেকে পৃথিবীকে দেখলে এর আকাশটাকেই আগেই দেখা যায়। একে দেখে মনে হয় নীল রঙের গোলক। তাই পৃথিবীকে নীল গ্রহ বলে।

SHARE